বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
টঙ্গীতে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৯:০৫ PM
গাজীপুরের টঙ্গীতে ফেনসিডিলসহ আলোচিত মাদক কারবারি আলমগীর হোসেন বাবু উরফে ডিব্বা বাবুকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে স্থানীয় দত্তপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। একজন পলাতক সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলা সদরের মুন্সিহাট খলিয়াকোরি এলাকার ওবাইদুল্লার ছেলে আলমগীর হোসেন বাবু উরফে ডিব্বা বাবু (৩২) ও তার সহযোগী ভোলা জেলার লালমহোন উপজেলার গজারিয়া এলাকার কামাল হোসেনের ছেলে শাকিল (২৪)। এই মামলার পলাতক অপর আসামি হলেন সাদ্দাম হোসেন। তিনি স্থানীয় ৪৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক সভাপতি পদপ্রার্থী।

মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে শনিবার দিবাগত রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন বাবু উরফে ডিব্বা বাবু ও তার সহযোগী শাকিলকে পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম। 

পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক সাদ্দাম হোসেনের কাছ থেকে ফেনসিডিল ক্রয় করে টঙ্গীসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ বিক্রিয় করে আসছিল তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত