বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
উখিয়ায় আশ্রয় শিবিরের বাইরে আসা ৩১৩ রোহিঙ্গা আটক
সালাহউদ্দিন, (উখিয়া) কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৫:১৩ PM
কক্সবাজারের উখিয়া উপজেলায় ‘প্রশাসনের অনুমতি’ ছাড়া আশ্রয় শিবিরের বাইরে আসার অভিযোগে ঈদের পর থেকেই ৩১৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন। আটক ব্যক্তিরা যুবক ও মধ্যবয়সী পুরুষ। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

কক্সবাজার-টেকনাফ সড়কে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঈদ উপলক্ষে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তায় পুলিশ নানাভাবে তৎপর রয়েছে। এর অংশ হিসেবে রবিবার  একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করা হয়।

সেখানে বিকাল পর্যন্ত টেকনাফ থেকে আসা যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ১১ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে ৩১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয় বলে জানান তিনি।

আটকরা জানিয়েছে, ঈদ উপলক্ষে তারা কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার বিভিন্ন এলাকায় বসবাসকারী আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। আটকের সময় রোহিঙ্গারা সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতির কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেননি।

উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান,সন্ধ্যায় আটকদের উখিয়া থানায় নেওয়া হয়। রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক রোহিঙ্গাদের উখিয়া উপজেলার কুতুপালংয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে ফেরত পাঠানো হয়। সেখান থেকে তাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত