সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে "ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭এপ্রিল) উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান।
এসময় বক্তারা ১৯৭১ সনের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় অস্থায়ী সরকারের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহামান্য রাষ্ট্রপতি নিযুক্ত করে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।