'প্রাণী সম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাগাজীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. নেবু লাল দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার অজয় চন্দ্র দাস, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) জাহাঙ্গীর আলম প্রমুখ। সঞ্চালনা করেন আনোয়ারুল ইসলাম লিটন।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় মোট ৩৩ টি স্টল বসানো হয়। বিকেলে শ্রেষ্ঠ খামারিদের সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।