বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
পেকুয়ায় বনবিভাগের অভিযানে চোরাই গর্জন গাছ সহ ট্রাক জব্দ
পেকুয়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৯:১২ PM
কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের অভিযানে বিপুল পরিমাণ চোরাই গর্জন ও তেলসুর গাছ ভর্তি একটি মিনি ট্রাক জব্দ করছে বনবিভাগ। এসময় অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ অফিসার মো. হাবিবুল হক। 

শনিবার (২০ এপ্রিল) ভোর ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া হতে অবৈধ পন্থায়  আরবশাহ বাজার যাওয়ার পথে নাপিতখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবৈধ ১৩টি গর্জন ও ৫টি তেলসুর গাছ সহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।

এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, বনবিভাগের নিয়মিত অভিয়ানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নাপিতখালী সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সামাজিক বনায়নের বিপুল পরিমাণ গর্জন ও তেলসুর গাছ সহ একটি মিনি ট্রাক জব্দ করি। গাড়িতে তল্লাশি চলা কালে চালক দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাছভর্তি গাড়িটি বারবাকিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে তিনি আরো জানান, অভিযান পরিচালনা করায় ইতিমধ্যে বিভিন্ন বালুখেকো,পাহাড় ও পরিবেশ ধ্বংস কারীরা আমার বিরুদ্ধে ভিবিন্ন ষড়যন্ত্রে নেমেছে। জব্দ কৃত গাছ ও মিনিট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বন ও পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সকাল বেলা দোকানে বসে চা খাচ্ছিলাম এসময় হঠাৎ দেখি বনবিভাগের লোক একটা গাছের গাড়ি গতিরোধ করে তল্লাশি চালিয়ে নিয়ে যায়। গাড়িতে গর্জন গাছ ছিলো।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত