বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
মানিকছড়িতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৫:৫৬ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে নির্মাণাধীন টিনসেট ঘরের ছাদ থেকে পড়ে  এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার গচ্ছাবিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত রুবেল উপজেলার ঘোরখানা এলাকার বাসিন্দা মো: শফিকুল ইসলামের বড় ছেলে। মৃত্যুকাল পিতা,মাতা,স্ত্রী,  ২শিশু সন্তান রেখে গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রুবেল পেশায় একজন নির্মাণ শ্রমিক (কাঠ ও রাজমিস্ত্রি)ছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবার বেলা আড়াইটায় উপজেলার গচ্ছাবিল এলাকায় একটি টিনসেট ঘরের সিলিংয়ের (ছাদ) কাজ করার সময় পা পিছলে পড়ে নিচে থাকা কাঠের ভারি টুকরোর সাথে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি মৃত্যুবরণ করেন। 

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত