সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৮:১৬ PM
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন করেছে তিস্তা বাঁচাও নদী বাচাঁও সংগ্রাম কমিটি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন তিস্তাপাড়ের লোকজন। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় ১ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তাহলে কেন এতো দিনেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। তিস্তা পাড়ের মানুষদের ভাগ্য নিয়ে কারা বার বার ছিনিমিনি খেলেছে। বিষয়টি খতিয়ে দেখার আহবান জানানো হয়। মহাপরিকল্পনা বাস্তবায়নের আসায় বুক বেধে আছে তিস্তা পাড়ের মানুষজন। তাই মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিস্তা পাড়ের মানুষের একটাই দাবি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাচাঁও সংগ্রাম কমিটি-র সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.মশিউর রহমান, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওছমান গনি, সিঙ্গিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম জি মোস্তফা ও সাংবাদিক আসাদুজ্জামান সাজু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত