সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ভারতীয় মদসহ নালিতাবাড়ীতে ২ যুবক গ্রেপ্তার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৮:৩৮ PM
শেরপুরের নালিতাবাড়ীতে ১১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ ২ মাদককারবারিকে গ্রেপ্তার  করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার গভীররাতে উপজেলার আন্ধারুপাড়া বাতকুচি এলাকা থেকে মদসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত শামীম মিয়া বুরুঙ্গা কালাপানি এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র ও আল আমিন একই এলাকার আব্বাস আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় শামীম মিয়া এবং আল আমিনকে ১১৯ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়।

এব‍্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এধরনের অভিযান অব‍্যাহত থাকবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত