বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
নানা আয়োজনে খুলনায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৬:০০ PM আপডেট: ২৮.০৪.২০২৪ ৬:০৩ PM
নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগ খুলনা জেলা লিগ্যাল এইড কমিটি দিবসটি উদযাপন করে। 

রবিবার সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা জজ কোর্ট চত্বর থেকে র‌্যালি বের হয়ে মহনগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আমন্ত্রিত অতিথিরা বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। র‌্যালি শেষে কোট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

খুলনা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইডি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, মহানগর দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দার, চীফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোমিনুন নেছা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরীফুর রহমান। এছাড়া দিন উপলক্ষ্যে কোর্ট চত্বরেই আয়োজন করা হয় লিগ্যিাল এইড মেলা।  মেলায় আগতদের বিভিন্ন ধরনের আইনী পরামর্শ প্রদান করা হয় এবং বিলি করা হয় বিভিন্ন ধরনের লিফলেট।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত