বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
দাকোপে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৩:০৮ PM
প্রকাশ্যে দিবালোকে খুলনার দাকোপ উপজেলা সদর চালনা বাজারে মিজানুর হাওলাদারের বাড়িতে গত ২৯ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে চিহ্নিত সন্ত্রাসী হাসিব খান ও তার ভাড়াটে বাহিনী দ্বারা লুটপাট, ভাংচুর, নারী ও শিশু নির্যাতন, ধর্ষন ও হত্যার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, শারিরীক নির্যাতন, সীমাহীন অত্যাচার ও নারকীয় তান্ডবের প্রতিবাদে এবং ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নাগরিক পরিষদ এ মানববন্ধনের আয়োজন করেন।  

বৃহস্পতিবার সকাল ১০টায় চালনা ডাক বাংলা মোড়ে উপজেলা নাগরিক পরিষদের আহবায়ক এ্যাডঃ মহানন্দ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহা, অধ্যাপক দুলাল রায়, পৌর কাউন্সিলর আব্দুল গফুর, চালনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম সাহা, জিএম রেজা, ডাঃ নিতাই মন্ডল, কমলেশ বাছাড় বাছাড়, বাসুদেব রায়, তাপস জোয়াদ্দার, গাজী সরোয়ার হোসেন, আলামিন শেখ, মিহির বিশ্বাস, কামরুল ইসলাম, স্মীতা বিশ্বাস প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি দেওয়া হয়। 

এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল হক বলেন, মিজানুর হাওলাদারের বাড়িতে হামলার ঘটনায় জড়িত ২৫ জনের বিরুদ্ধে মিজানুর বাদি হয়ে থানায় ১০ নম্বর মামলা দায়ের করেছে। এছাড়া মামলায় আরো ৪০/৪৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি আসামী রয়েছে এবং ৪ জনকে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তাছাড়া হামলার কাজে ব্যবহ্নত ২টি মোটর সাইকেল জব্দ করা হয়। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
  

                                                                                         
 



   
 
       

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত