ময়মনসিংহের ভালুকায় কৃষিমন্ত্রী ড.মোঃ আব্দুস শহীদ এমপি'র আগমনে তাঁকে বৃহস্পতিবার (২মে) সকালে ফুলের তুরা দিয়ে বরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
এসময় একে একে অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান,ভালুকা মডেল থানা ওসি মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ,উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ফুলের শুভেচ্ছা জানান।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে উপজেলার ভরাডোবা এলাকায় পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও মজুত, ময়মনসিংহ জায়ান্ট এগ্রো প্রসেসিং কোম্পানি লি. কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।