বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান( ট্রাকের) পেছনে অন্য একটি মিনি ট্রাকের ধাক্কায় রাইচ কাজী (২০) নামে মিনি ট্রাকের চালকের এক সহযোগী নিহত হয়েছেন।
রবিবার (১২ মে) সকালে উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইচ কাজী রাজবাড়ী সদর বড় ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের উপর খুলনাগামী একটি কাভার্ডভ্যান যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২০-৫৭৭৮ রাস্তার পাশে ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে ছিলো। এ সময় একটি মিনি ট্রাক (রাজবাড়ী-ড-১১-০১৬৪) কাভার্ড ভ্যানের পিছনে দিক থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকে থাকা হেলপার রাইচ কাজী (২০) ঘটনাস্থলে নিহত হয় এবং চালক আহত হয়।পরে স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান চানু নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিনি ট্রাক ও কাভার্ডভ্যান গাড়ি ০২টি জব্দ করা হয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।