মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
কেন্দুয়ায় অগ্নিকান্ডে ৩টি ঘর ভস্মিভূত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ২:২৫ PM
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের চর আমতলা গ্রামে আব্দুর রহমানের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। 

এতে আব্দুর রহমানের ৩ ছেলে জসিম উদ্দিন,শাহাব উদ্দিন ও রুকন উদ্দিনে ৩টি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়রা এলাকাবাসীকে সাথে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়েছে। 

কেন্দুয়া ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন,গতরাত রোববার ১টার দিকে ৯৯৯ ফোন কলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে ১০০ স্কয়ার ফুটের তিনটি বসতঘর সম্পূর্ণ ছাই হয়ে যায়। আমাদের ধারনা, ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১০ লক্ষ টাকা হতে পারে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার(১২মে) রাত সাড়ে ১২টার দিকে ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।পরে সেই আগুন দ্রুত অন্য অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে তিনটি বসতঘর,একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ,নগদ ২ লক্ষাধিক টাকা,ঘরের অন্যান্য আসবাবপত্রসহ বহু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

সরেজমিনে সোমবার (১৩ মে) আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে আগুনে পুড়ে নিঃস্ব হওয়া শাহাবুদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, গতরাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আমাদের তিন ভাইয়ের তিনটি ঘর এবং ঘরের জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমান বিশ লক্ষাধিক টাকার মত হবে। এই ক্ষতিতে আমরা একেবারে নি:স্ব হয়ে গেলাম। 

এব্যাপারে সংশ্লিষ্ট  ইউপি সদস্য বাচ্চু মিয়া জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এই তিনটি পরিবার নি:স্ব হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত