বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
চট্টগ্রামে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:২৪ PM
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে চট্টগ্রামে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। 

সোমবার (১৪ জুলাই) এই ভিত্তি প্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন শহিদ ফয়সাল আহমেদ শান্ত'র মাতা মোছা. কহিনুর আক্তার, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী, জেলা প্রশাসক ফরিদা খানম ও সিভিল সার্জন, ডা. জাহাঙ্গীর আলম।

জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানিয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই (২০২৪ সালের ৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়। বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সারা দেশে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি ধরে রাখতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর আওতায় একইভাবে চট্টগ্রামে নির্মিতব্য এই শহিদ স্মৃতিস্তম্ভটি স্থাপনের জন্য দৃষ্টিনান্দনিকতা ও সার্বিক দিক বিবেচনায় বিভিন্ন দপ্তরের টিমের সাথে পরিদর্শন শেষে পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানকে বেছে নেওয়া হয়েছে৷ 

আরও উপস্থিত ছিলেন মোঃ নোমান হোসেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ), মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ কামরুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত