মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
যে দৃশ্যের জন্য ৯৯ বার শুটিং করতে হয় রিচা চাড্ডার
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৩:০৭ PM আপডেট: ১৩.০৫.২০২৪ ৩:৩৬ PM
কয়েক দিন আগে বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা অভিনীত ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজটি মুক্তি পেয়েছে। তারপর থেকে জোর আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

এ সিরিজে লজ্জবন্তী চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা। অর্থাৎ গল্পে মনীষা কৈরালার পালক কন্যার চরিত্র রূপায়ন করেছেন এই অভিনেত্রী। কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে ৯৯টি শট এনজি হয়েছে।

নেটফ্লিক্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। এ ভিডিওতে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন রিচা। তার ভাষায়— ‘শুটিংয়ের সবচেয়ে খারাপ দিনটিও আমার সবচেয়ে ভালো দিন হয়ে উঠেছিল। রিটেকের ক্ষেত্রে আমার নাম্বার সর্বোচ্চ, এটি ছিল নাচের দৃশ্য, যেখানে ৯৯টি রিটেক দিয়েছি। সেঞ্চুরি হয়ে যাচ্ছিল দেখে শুটিং বন্ধ করে দিই।’
এমন পরিস্থিতি সামলানো মোটেও সহজ নয় বলে মন্তব্য করেছেন রিচা। তিনি বলেন, “এটা সহজ বিষয় না, যখন আপনি ২০০-৩০০ সহশিল্পীকে নিয়ে নাচ করছেন আর ব্যর্থ হচ্ছেন। কিন্তু যখন এটি কাটিয়ে উঠবেন, তখন সত্যি এটি ‘ওয়াও!”

বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি মানেই দুর্দান্ত সেট, নজরকাড়া লুক। ‘বাজিরাও মাস্তানি’, ‘দেবদাস’সহ একাধিক সিনেমায় তার প্রমাণ দিয়েছেন। ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজটিও তিনি নির্মাণ করেছেন।

এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।






ম্যাক্সিম ম্যাগাজিনের কভারে ঝড় তুললেন রিচা চাড্ডা
বলিউড অভিনেত্রী রিচাকে আমরা বাণিজ্যিক ছবির পাশাপাশি সমান্তরাল ছবিতেও চুটিয়ে অভিনয় করতে দেখেছি। কোনও ছবিতে তিনি একেবারে সাদামাটা চরিত্রে অভিনয় করেছেন। কোনও সিনেমায় আবার একেবারে বোল্ড চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

তবে একসময়ের মডেল রিচা এখনও যে মডেলিংয়ে নামলে শিহরণ জাগাতে পারেন তার প্রমাণ দিয়েছেন তিনি। জনপ্রিয় ম্যাক্সিম ম্যাগাজিনের কভারে বিকিনতে একেবারে সুপারহট পোজে ধরা দিয়েছেন তিনি।

২০০৮ সালে পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সিনেমা 'ওয়ে লাকি! লাকি ওয়ে!' দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপরে সবচেয়ে বড় সাফল্য পান ২০১২ সালে অনুরাগ কাশ্যপের সিনেমা 'গ্যাংস অব ওয়াসেপুর' দিয়ে। 

এরপরে 'গ্য়াংস অব ওয়াসেপুর' সিনেমার সিকোয়েল সহ ফুকরে, রামলীলা, তামাচে, মাসান, ম্যায় অর চার্লস সিনেমা দিয়ে কাজ করে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন তিনি। তবে মডেল হিসাবে তিনি এখনও কতোটা সাড়া জাগাতে পারেন তা দেখে নিন নিজেরাই। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হীরামান্ডি   রিচা চাড্ডা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত