মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ফরিদপুরে আবাসিক হোটেল থেকে ৯ নারী আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৯:১১ PM
ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৭ জন নারী-পুরুষকে আটক করেছে কোতোয়ালী থানার পুলিশ।

সোমবার (১৩ মে) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের নেতৃত্বে একসঙ্গে পৃথক তিনটি অভিযান চালিয়ে ফরিদপুর শহরে অবস্থিত হোটেল হ্যাভেনসি, হোটেল রয়েল প্যালেস ও হোটেল গার্ডেন সিটি থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৯ জন নারী ও ৮ জন পুরুষ।

পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এই ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত