বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
পূর্বধলায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যুবলীগ সভাপতি
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩:২৫ PM
আর মাত্র ৭ দিন বাকী এই উপজেলা নির্বাচনের। নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচন থেকে ঘোষণা দিয়ে সরে দাঁড়ালেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী পূর্বধলা উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২টার সময় তার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। 

লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম সুজন বলেন, স্থানীয় পর্যায়ে বর্তমান রাজনৈতিক জটিল পরিস্থিতি ও নির্বাচন কেন্দ্রীক এমন পরিস্থিতি আদৌ মেরুকরণ আমলে নিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা থেকে আমি নিজেকে বিরত রাখছি। প্রতীক বরাদ্দের পর প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ নেই। তবে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে আমার নামে বরাদ্দকৃত প্রতীক ঘোড়া থেকেই যাবে আর যেসকল ভোট পরবে তা অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে নিঃসন্দেহে। রাজনৈতিক অঙ্গনে নির্বাচন কেন্দ্রীক এমন পরিস্থিতি অনাকাঙ্খিত নয়।

ইতোপূর্বেও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্তটি অনতিবিলম্বে কার্যকর হবে এবং সেই সাথে আমার সমর্থনে নির্বাচনী অফিস পরিচালনা, মাইকিং ও এজেন্ট নিয়োগসহ সকল ধরনের নির্বাচনী কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

নির্বাচনে যেসব নেতাকর্মী, সমর্থক ও ভোটার ভাইবোনেরা আমাকে এতদিন সমর্থন জানিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আপনরা যে কষ্ট পেয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা উপজেলা নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীদের উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন। আমার কর্মী সমর্থকগণ যেকোন প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন।

উল্লেখ্য, এবারের উম্মুক্ত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু (আনারস), জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ.টি.এম ফয়জুর সিরাজ জুয়েল (মটর সাইকেল) ও আসাদুজ্জামান নয়ন (দোয়াত কলম) ৩জন প্রার্থী চেয়ারম্যান, ১১জন ভাইস চেয়ারম্যান ও ৬জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ২১জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে পূর্বধলা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত