মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৭:৩৭ PM
নেত্রকোনার কেন্দুয়ায় ২টি দোকানে অভিযান পরিচালনা করে ২৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।  

মঙ্গলবার (১৪ মে) দুপুরের দিকে কেন্দুয়ার সাহিতপুর বাজারের ২টি মৎস্য ও পশু খাদ্যের  দোকানে লাইসেন্স নবায়ন না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে এসব জরিমানা করা হয়। 

এ সময় সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম খান, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান। কেন্দুয়া থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা ইউএনও বলেন, মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।তিনি আরও বলেন, আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে সাহিতপুর বাজারের মেসার্স হেলাল ট্রেডার্স এর মালিক সামছুল আলম কে লাইসেন্স নবায়ন না করা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে দুই হাজার টাকা এবং তানজিম ট্রেডার্স এর মালিক বাদল মিয়াকে  মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে ৫ শত টাকা সহ মোট  দুই হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত