রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
যেভাবে নিখোঁজ হলেন এমপি আনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪, ৭:৪৩ PM
ভারতে গিয়ে ‘নিখোঁজ’ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সর্বশেষ অবস্থান দিল্লি বলে জানা গেছে। কলকাতার বরাহনগর থানায় বাংলাদেশি এই আইনপ্রণেতার নিখোঁজ হওয়া নিয়ে সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামের একজন। আনোয়ারুল আজিম তার বাড়িতেই উঠেছিলেন।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিন বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।  

জানা গেছে, এমপি আনার গত ১২ই মে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার ১৭/৩ মঙ্গল পাড়া লেনের বাসিন্দা তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেন। ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে ওই বন্ধুর বাড়িতে ওঠেন এমপি আনোয়ারুল।

পরদিন (১৩ মে) দুপুর পৌনে একটার দিকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হয়ে যান। যাওয়ার সময় বলে যান, তিনি দুপুরে খাবেন না। সন্ধ্যায় ফিরবেন। 
এরপর নিজেই গাড়ি ডেকে বিধান পার্ক এলাকায় ক্যালকাটা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উঠে চলে যান। সন্ধ্যায় না ফিরে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জানান, তিনি দিল্লি চলে যাচ্ছেন। দিল্লিতে গিয়ে তিনিই ফোন করবেন।

এর দু'দিন পর (গত ১৫ মে) বেলা ১১.২১ মিনিটে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান, তিনি দিল্লি পৌঁছে গেছেন। তার সাথে বেশ কিছু ভিআইপি ব্যক্তি রয়েছে, তাই তাকে ফোন করার দরকার নেই। দরকার হলে তিনিই ফোন করবেন। এসব মেসেজ নিজের ব্যক্তিগত সহকারিকে (পিএ) জানানোর পাশাপাশি বাংলাদেশে তার বাড়িতেও পাঠিয়ে রাখেন এমপি আনার।

পরদিন (১৬ মে) সকালে দিল্লি থেকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীকে ফোন করেন কিন্তু সে সময় তার সহকারী ফোন ধরতে পারেননি। কিন্তু পরে যখন তিনি পাল্টা ফোন করেন, সেসময় কোনো উত্তর পাওয়া যায়নি।

আনারের মেয়ে পরদিন গোপাল বিশ্বাসকে ফোন করে জানান, তিনিও তার বাবার সাথে যোগাযোগ করতে পারছেন না। উপায়ন্তর না দেখে শনিবার থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন গোপাল। পরে পুলিশের একটি দল অভিযোগকারী গোপাল বিশ্বাসের বাড়িতে গিয়ে তদন্ত করে। 

এ বিষয়ে গোপাল বিশ্বাসকে তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। তার বাড়ি গেলে একজন জানান, গোপাল বাড়িতে নেই।
এমপি আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, গত কয়েকদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই। এজন্য আমরা দুশ্চিন্তায় আছি। আমরা সব উপায়ে যোগাযোগের চেষ্টা করছি।

ব্যারাকপুরের ডেপুটি কমিশনার অনুপম সিং বলেন, প্রাথমিকভাবে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি। এমপি আনারকে ফোন করা হলেও তার ফোন বেজে যায়, কিন্তু তিনি তোলেননি।

আনোয়ারুল আজিম আনারের সন্ধানে ইতোমধ্যেই ভারতে গেছেন তার ভাতিজা সাইমনসহ আরো তিনজন। কিন্তু এখনও পর্যন্ত তারা আনারের কোনো খোঁজ পাননি। এমপি আনারের নিখোঁজের বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন গোয়েন্দা বিভাগ খোঁজ নিতে শুরু করেছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত