রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ফেসবুকে ‘সব শেষ আমার’ লিখে যুবকের আত্মহত্যা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪, ৭:০৭ PM
ফেসবুকে পোস্ট দিয়ে তৌফিক হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নওগাঁর সাপাহারে আজ রোববার ভোর ৫টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। 

নিহত তৌফিক হোসেন উপজেলা সদর ইউনিয়নের জয়পুর মাস্টারপাড়া এলাকার মোস্তফার ছেলে। খবর পেয়ে পুলিশ আজ দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, সাপাহার টি অ্যান্ড টি পাড়ার মোস্তফা হোসেনের ছেলে তৌফিক রানা শনিবার (১৮ মে) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার’ একটি পোস্ট করে। এ ছাড়া তার বন্ধুদের এ মেসেজ পাঠায়। এর মধ্যে রাতের কোনো একসময় ঘরের গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহতের বাবা মোস্তফা হোসেন বলেন, ‘রোববার (১৯ মে) ভোর ৫টার দিকে তৌফিকের মা ঘুম থেকে উঠে দেখে ছেলের ঘরের দরজা খোলা। ঘরের দিকে এগিয়ে গেলে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেই আমরা।’

তিনি বলেন, ‘আমার দুই ছেলে এক মেয়ে। তার মধ্যে তৌফিক সবার ছোট। প্রায় ৮ মাস আগে শিবগঞ্জ থানা এলাকায় ছেলেকে বিয়ে করিয়েছি। ছেলের নতুন বউ ১ মাস সংসার করার পর আর করবে না বলে বাবার বাড়ি চলে যায়। এ নিয়ে আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল।’

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ফেসবুকের স্ট্যাটাস দেখে প্রাথমিকভাবে পারিবারিক কলহের ঘটেছে বলে মনে হয়েছে। হয়তো পরিবারের সদস্যদের সঙ্গে তার মান অভিমান ছিল। অভিমান থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত