শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
সোনাগাজীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্বার দাফন সম্পন্ন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৭:০৩ PM
সোনাগাজীর চরদরবেশ  ইউনিয়নের ৫ বারের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস (৮০) প্রকাশ ইলিয়াছ চেয়ারম্যান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা, গতকাল রোববার (১৯ মে) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

২০ মে (সোমবার) সকাল ১১ টার দিকে নিজ বাড়ি সংলগ্ন খোলা মাঠে মুক্তিযোদ্ধা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। 
জানাজায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম,  উপজেলা কমান্ডার (সাবেক) নাছির উদ্দিন, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা যুবলীগের সভাপতি ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক হিরণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য বৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত