বগুড়ার সারিয়াকান্দিতে মুদী ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪০) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন। এছাড়া দন্ডিত আসামীর প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সারিয়াকান্দি উপজেলার ডোমকান্দি গ্রামের মোজাম্মেল হকের ছেলে তুহিন মিয়া (৩১) ও দৌলতজ্জামানের ছেলে সুলতান মাহামুদ (৩২)।
রাষ্ট্র পক্ষের আইনজীবী নাছিমুল বারী হলি জানান, ২০১৫ সালের ২৮ আগস্ট দণ্ডপ্রাপ্ত দুই আসামি তুহিন ও সুলতান রাত সোয়া ৮টার দিকে ডোমকান্দি গ্রামে রফিকুলের মুদি দোকানে এসে ৫০ হাজার টাকা চাদা দাবি করেন। রফিকুল তাদের চাদা দিতে অস্কার করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে তুহিন ও সুলতান দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে রফিকুলের পেটে ছুরিকাঘাত করে। রফিকুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রফিকুলের ভাই ছায়েদ আলী বাদী হয়ে তুহিন ও সুলতানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর রাতে মুদি ব্যবসায়ী রফিকুল মারা যান। তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দায়ের করে। এ ঘটনায় সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার বিকেলে আদালত রায় দেন।