নেত্রকোনার কেন্দুয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির চুড়ান্ত বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল- " অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ"। এর পক্ষে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে গন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন।
বুধবার (২২মে) সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ অঞ্চলের সহায়তায় ও কেন্দুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে স্কুল শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফুর রহমান ভূঁঞার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়েরর উপ-সহকারি পরিচালক ইব্রাহিম খলিল,কেন্দুয়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার শামীমা আকতার।
বির্তক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন, কেন্দুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হক পিপিএম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইউনুস রহমান রনি।
মডারেটরের দায়িত্ব পালন করেন সান্দিকোনা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো.আনোয়ার উদ্দিন হীরন।
যুক্তিতর্ক শেষে বিতর্ক প্রতিযোগীতায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং গন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হন। শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় শিক্ষকবৃন্দ, সুধীমহলসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।