শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যার পর প্রমাণ লুকাতে লাশে আগুন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৭:৪০ PM
কামারখন্দ উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রমাণ নষ্ট করতে লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকার এসিআই ফুড লিমিটেড কারখানার পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কামারখন্দ থানার এসআই আব্দুর রউফ জানান।

নিহত শামীম হোসেন (২৮) কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। লাশ উদ্ধারের পর এলাকার বিক্ষুব্ধ লোকজন এসিআই কারখানায় চড়াও হয়। তারা কারখানার বেশকিছু দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে।

এসআই আব্দুর রউফ বলেন, বুধবার দুপুরে শামীম বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনরা তাকে পায়নি। শুক্রবার দুপুরে নিহতের বাবা সাইফুল এসিআই ফুড লিমিটেড কারখানার পেছনের একটি ডোবা-জঙ্গলের ভিতর ছেলের মরদেহ দেখতে পান।

ভুক্তভোগীকে কুপিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আলামত নষ্ট করার জন্য তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে ধারণ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানান পুলিশ কর্মকর্তা।

এসআই আরও বলেন, ঘটনায় কারখানার লোকজনের জড়িত থাকার সন্দেহে এলাকার ‘বিক্ষুব্ধ’ লোকজন তাতে হামলা চালায় ও ভাঙচুর করে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত