বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
প্রচার শেষ, নজর ভোটের ফলাফলে
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৮:২৩ PM
আসন্ন সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনের  ভোটের বাকি আর মাত্র দুইদিন। নিয়ম অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে (২৭ মে) রাত ১২.০০টা। হিসাব অনুযায়ী প্রচার-প্রচারণার জন্য এবার ২ সপ্তাহ সময় পেয়েছেন প্রার্থীরা। এখন অপেক্ষা ভোটের ফলাফলের।

আগামী বুধবার (২৯ মে) সোনাগাজীতে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন সহ মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

প্রতীক বরাদ্দ পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, জহির উদ্দিন মাহমুদ লিপটন (দোয়াত কলম), সোনাগাজী বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও সাবেক পৌর আ'লীগের সাধারণ সম্পাদক নুর আলম (ঘোড়া), জাতীয় পার্টির মনোনীত মোঃ মজিবুল হক (লাঙ্গল) ও মহি উদ্দিন (আনারস)।
ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছবে বলে সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে। ভোট গ্রহণের দিন সকালে ব্যালট পেপার ৭২ টি কেন্দ্রে পৌঁছে যাবে। গত ১৮ এপ্রিল  নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলায় ১ টি পৌর সভা ও ৯ টি ইউনিয়ন মিলিয়ে মোট ৭২ টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার ২ লক্ষ ৪৪ হাজার ৯০৫ জন। পুরুষ ভোটার ১  লক্ষ ২৫ হাজার ৭৩৭ জন এবং নারী ভোটার ১ লক্ষ ১৯ হাজার ১৬৮ জন। কক্ষের সংখ্যা ৫৪৯টি। এর মধ্যে পুরুষ ভোট কক্ষ ২৭৬ টি ও মহিলা ভোট কক্ষ ২৯৯টি।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভাল। আশাকরি সুন্দর পরিবেশে উপজেলা নির্বাচন সম্পন্ন হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত