ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এপর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭ এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৯১৪টি।
সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি। আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ৯৯২টি ঘরবাড়ি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকায়ও ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে। অনেক এলাকায় পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন স্থানে সড়কে গাছ উপড়ে পড়ে ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।
ছবিতে দেখুন ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহতার চিত্র-