শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
শেরপুরে ১৪৪ ধারা ভঙ্গ
বসতবাড়ি ভাঙচুর করে জায়গা দখলের অভিযোগ
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৪২ PM
শেরপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে বসতবাড়ি ভাঙচুর করে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে ঝিনাইগাতী উপজেলার বনগাও খন্দকার পাড়া গ্রামে।

জানা যায়, বনগাও খন্দকার পাড়া গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত তার পৈত্রিক ভিটায় ১৪ শতাংশ জায়গার উপর একটি টিনশেড ঘর নির্মাণ করে বসাবাস করে আসছেন।

কিছুদিন যাবত একটি ভুয়া দলিলের বলে একই এলাকার মৃত মহেজ আলীর ছেলে হাবিবুর রহমান হুমকি দেয় বাড়িঘর ভেঙে নেওয়ার জন্য।হঠাৎ করেই গত বুধবার ৩০ মে রাত ১১টার দিকে বিবাদীগণ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মো: ইসমাইল হোসেন এর  ভূমিতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির গাছপালা, বাউন্ডারী টিনের বেড়া ও নির্মাণাধীন পাকা ঘর ভাঙচুর করে প্রায়ই ৫লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন করে জায়গা দখল করে রাতারাতি বাউন্ডারি দেওয়াল নির্মাণ করেন।

অভিযুক্ত হাবিবুর রহমানের স্ত্রী সালেহা বেগম বলেন, অভিযোগ সত্যতা স্বীকার করেন এবং তিনি বলেন আমার বাবার জমি এই জমি খালি করার জন্য চেয়ারম্যান মেম্বার সহ একাধিকবার সালিশ করা হইছে কিন্তু তারা জায়গা খালি করেনা। তাই আমরা নিজেরাই ঘর ভেঙে দিয়ে জায়গা দখলে নিয়েছি।

এবিষয়ে  ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদলে বলেন, বিষয়টি অবগত হয়ে আমরা সেখানে ফোর্স প্রেরণ করে ১৪৪ ধারা বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত