মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ধামরাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৭:২২ PM
সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরার সভাপতিত্বে ক্যাম্পেইন শুরু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ কর্মসূচির আওতায় ধামরাই উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ২০০ জন শিশুকে নীল রঙের ‘এ প্লাস’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৪৫৪ শিশুকে লাল রঙের একটি করে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার ৩৮৪ টি স্থায়ী ও একটি অস্থায়ী কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন উদ্বোধন কালে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, আমরা আশা করছি যে, ধামরাই উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। আমরা বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নিয়ে ৬ মাস বয়স থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুদেরকে এই ভিটামিন খাওয়াবো ইনশাআল্লাহ।

এসময় তিনি আরও জানান, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সাথে সাথে মায়েদের জন্যও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। সেগুলো হলো, জন্মের এক ঘণ্টার মধ্যেই শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়াবেন, জন্মের প্রথম ছয় মাস শিশুদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ান এবং ছয় মাসের পর থেকে ২ বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়াবেন, মা ও শিশু উভয়কেই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ান। 

ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো হলো বিভিন্ন প্রাণিজ খাবার (যেমন: ডিম, দুধ ও দুধ জাতীয় খাবার, কলিজা, মাছ ইত্যাদি) এবং যেকোন রঙিন ফলমূল এবং শাকসবজি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত