বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
দুর্গাপুরে আদিবাসী ভাষা ও সংস্কৃতি রক্ষায় মতবিনিময় সভা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ১২:১১ PM
নেত্রকোনার দুর্গাপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) আদিবাসী উন্নয়ন প্রকল্পের আয়োজনে  আদিবাসী সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ মত বিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য গুলো হলো আদিবাসী ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ ও পুনঃজাগরণ, আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা, আদিবাসী ভাষায় সাহিত্য ও গবেষণা কর্মকে উৎসাহিত করা, সাংস্কৃতিক বৈচিত্র ও পারস্পরিক সম্মান বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রসার ।

মত বিনিময় সভায়  প্রকল্প ব্যবস্থাপক মোরশেদ আলম এর সঞ্চালনায়, ডিএসকে‘র নির্বাহী পরিচালক ডাঃ দিবালোক সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, ডিএসকের যুগ্ম-পরিচালক সুমন হাওলাদার, ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, এডভোকেট মানেশ সাহা, ট্রাইবাল চেয়ারম্যান সায়মন তজু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সবুজ মিয়া, সাইদুর রহমান ভুইয়া, আদিবাসী ইউনিয়ন সভাপতি অবন্তী কান্ত হাজং, আদিবাসী নেতা রুপিন্দ্র হাজং, প্রিজিনা রাংসা প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসী সম্প্রদায় আমাদের সমাজেরই একটি অংশ। তাদের যে ভাষা ও সংস্কৃতি আছে তা রক্ষার জন্য শিক্ষিত সমাজকে সোচ্চার হতে হবে। যে সকল আদিবাসী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন বা সরকারের উচ্চ পর্যায়ে চাকরি করছেন এ সকল কাজে তাদেরকেও কাজে লাগিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও ভাষা শিক্ষার অনুশীলন করার আহবান জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত