সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
জাপানে ১০ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্প!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ২:০৫ PM আপডেট: ০৩.০৬.২০২৪ ৫:৩৮ PM
ভূমিকম্পের দেশ হিসেবে খ্যাত জাপানে ১০ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ভূমিকম্প দুটি আঘাত হানে। 

প্রথম ভূমিকম্পটির মাত্র ছিল ৫ দশমিক ৯ এবং দ্বিতীয়টি ৪ দশমিক ৮ মাত্রার। তবে, কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এর পশ্চিম প্রান্ত বরাবর চারটি টেকটোনিক প্লেটের (ভূতাত্বিক প্লেট) সংযোগস্থলে অবস্থান করায় জাপানে প্রতিবছর প্রায় দেড় হাজার বার ভূমিকম্প আঘাত হেনে থাকে।  তবে জাপানে সাধারণত বড় ধরনের ভূমিকম্পেও ক্ষয়ক্ষতি কম হয়ে থাকে ভবন নির্মাণে বিশেষ কৌশলের কারণে।
সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নোটো উপদ্বীপ। আর এখানেই চলতি বছরের ১ জানুয়ারি বিধ্বংসী এক ভূমিকম্পে ২৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

এই অঞ্চলের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক কেন্দ্রের অপারেটর বলেছেন, কম্পনের পর ক্ষয়ক্ষতি পরীক্ষা করার জন্য আপাতত এটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে তারা এখনও তথ্য সংগ্রহ করছেন বলে পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত