বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলে উক্ত মত বিনিময় সভার শুরুতে নির্বাহী অফিসার,উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন নির্বাচন পরবর্তী পরিস্থিতি শান্ত থাকায় সাংবাদিক,আইন-শৃঙ্খলা বাহিনী,উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সহ সকল শ্রেনী পেশার মানুষদের নিকট কৃতজ্ঞা প্রকাশ করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় কাহালু প্রেসক্লাবের সংবাদিকদের পক্ষ হতে, আসন্ন বর্ষা মৌসুমে জলাবব্ধতা নিরশনে, ভূমি অফিস সুমূহে রাজস্ব প্রদান ও নামজারি করতে গিয়ে সাধারণ মানুষের হয়রানী ও সংশ্লিষ্টদের দূর্নীতি বন্ধে,পরিবেশ দুষণ,উপজেলা সদরের রাস্তা সংস্কার,ফুটপাত হতে অবৈধ দখলদার উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযান এবং দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধে নির্বাহী অফিসার তথা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,কাহালু প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক, এম এ কাদের প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সংবাদিক এটিএম খালেকুজাামান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক ও কাহালু সরকারী কলেজের প্রভাষক সাংবাদিক মাকসুদুর রহমান মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনসুর রহমান তানসেন, প্রভাষক শাহাবুদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় কাহালু প্রেসক্লাব সভাপতি নুরুজ্জামান সোহেল,সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হান্নান,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাঈফ,সাংবাদিক এম এ মতিন, সাংবাদিক নুরুল ইসলাম মন্ডল,আতিক হাসান,সাহিন সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।