বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
শ্বশুরবাড়ি থেকে উপহার পেলেও দিতে হবে ভ্যাট!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৫:৩৩ PM আপডেট: ১০.০৬.২০২৪ ৫:৪০ PM
শ্বশুরবাড়ি থেকে উপহার পেলেও কর দেওয়া বাধ্যতামূলক। ভাইবোন, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছ থেকে যদি কেউ কোনো মোবাইল ফোন উপহার পান, তাহলে আপনাকে ওই ফোনের মূল্যের ওপর আয়কর দিতে হবে। 

কেবলমাত্র মা-বাবা, ছেলেমেয়ে কিংবা স্বামী-স্ত্রীর কাছ থেকে উপহার পেলে কর দিতে হবে না। তবে কর না দিলেও আয়কর রিটার্নে সেটি দেখাতে হবে। এ ছাড়া অন্য যে কারও কাছ থেকে উপহার পেলে বছর শেষে তা আয়কর রিটার্নে দেখাতে হবে এবং করও দিতে হবে। আবার উপহারদাতাকেও তার আয়কর রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি জানাতে হবে।

বাজেটের অর্থবিল পর্যালোচনায় দেখা গেছে, উপহারকে করের আওতায় আনা হয়েছে। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের ২০২৪ সালের অর্থবিল বিশ্লেষণেও একই কথা বলা হয়েছে। রাজধানীর এক হোটেলে এ নিয়ে তারা এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেসের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া অর্থবিলের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, বিয়েতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে সোনা উপহার দেওয়া হলো। এ ধরনের উপহারসহ যেকোনো উপহারকে এখন করের আওতায় আনা হয়েছে। 

উপহারদাতাকে যেমন নিজের রিটার্নে এই উপহারের কথা উল্লেখ করতে হবে, তেমনি এ যিনি উপহার পেলেন তাকেও সেটা রিটার্নে দেখাতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত