বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
মাগুরায় গ্রাম বাংলার ঐতিহ্য ঘুড়ি উৎসব প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৫:৩৭ PM
মাগুরা সদর উপজেলার ১১ নং-বেরইল-পলিতা ইউনিয়নের চেঙ্গার ডাঙ্গা গ্রামে -৯ জুন সোমবার বিকালে এ ঘুড়ি উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবসমাজ।চেঙ্গার ডাঙ্গা সুখদে বীলে বিভিন্ন এলাকা থেকে-১৫ টি গ্রামের চারটি পর্বে  অর্ধ শতাধিক নানান রঙের ঘুড়ি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এবং এলাকার মানুষকে আনন্দ দিতে এ ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। বিষয়ে চেঙ্গার ডাঙ্গা গ্রামের বাসিন্দা সৌরভ বিশ্বাস জানায়!ঘুড়ি উৎসব প্রতিযোগিতা দেখতে  গ্রামের নারী পুরুষ ও ঘুড়ি প্রেমীদের উপস্থিতি ছিল দৃষ্টিনন্দিত। 

সবশেষে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেরইল-পলিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী তৌহিদুর জ্জামান বাবু। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য প্রদ্যুৎ কুমার বিশ্বাস,মোঃ জহুর মোল্লা, কুচিয়া মোড়া ইউনিয়নের ইউপি সদস্য বাবলু মোল্লা,কার্তিক বিশ্বাস সহ-নানা শ্রেণী পেশার মানুষ ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত