মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে: মেয়র তাপস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ১১:১৬ AM
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। রাজধানীর পশুর হাটগুলোর বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে বলেও জানান তিনি।

আজ বুধবার (১২ জুন) জাতীয় ঈদগা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
মেয়র তাপস বলেন, ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে৷ আর তাই দুই দিনের মধ্যেই কোরবানি করার জন্য বলা হয়েছে ঢাকাবাসীকে।

তিনি বলেন, ঈদ উল আজহার জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে৷ আশঙ্কা করা হচ্ছে, ঈদের দিন ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে৷ সে অনুসারে প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ৷
 
পুরুষ-নারী সবাইকে ঈদ জামায়াতে অংশ নেয়ার আহ্বান জানান দক্ষিণের মেয়র।
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত