বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
রামগড় কৃষি গবেষণার জঙ্গল থেকে শ্রমিকের লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৬:৫৫ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে আবু মিয়া(৫৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবু মিয়া উপজেলার ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নুরপুর এলাকার মৃত আমির হোসেন এর ছেলে।

বৃহস্পতিবার(১৩ জুন)সকাল ৯টার দিকে পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

সে দীর্ঘদিন যাবত কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিল। জানা যায়, আবু মিয়া গতকাল বুধবার সকাল ১০টা থেকে টাওয়ার টিলা পোষ্টে ডিউটি শুরু করে। সন্ধ্যা ৬টা পযর্ন্ত ডিউটিতে থাকার কথা ছিলো। কিন্তু তিনি দুপুরের পর ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করলে পরে লাশ পাওয়া যায়।

ঘটনায় বাগান কর্তৃপক্ষ ও স্থানীয়রা পুলিশকে খবর দিলে এসআই মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মহসিন মোস্তফা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত