বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
চাকরিতে বৈষম্য, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ২:৪৩ PM
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের শোষণ, নির্যাতন, নিপীড়নসহ কর্মক্ষেত্রে নানা বৈষম্য তুলে  কর্মবিরতি পালন করছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১ জুলাই) সকাল থেকে দিনব্যাপী সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীরা বিভিন্ন প্লাকার্ড হাতে এ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় তারা নানা স্লোগান দেয়।

তাদের দাবি,পল্লী বিদ্যুতায় বোর্ডের কর্মকর্তারা সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈষম্য মূলক আচরণ করছেন। কর্মক্ষেত্রে নানা ভাবে তাদের নিপীড়ন ও নির্যাতন করা হচ্ছে। তারা আরইবি এবং সমিতিকে একীভূতকরণসহ অভিন্ন চাকুরীনীতি বাস্তবায়ন ও চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের চাকুরী স্থায়ী করণের দাবি জানান।

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, এসিসটেন্ট জেনারেল ম্যানেজার মো. মফিজুল ইসলাম, শরীফুল হাসান প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত