বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
শ্রেণিকক্ষেই শিক্ষককে হত্যা করলো শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ২:২৪ PM
শনিবার (৬ জুলাই) আসামের শিবসাগর জেলার একটি স্কুলে শিক্ষককে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক শিক্ষার্থী। নিহত ওই শিক্ষকের নাম রাজেশ বড়ুয়া বেজাওয়া (৫৫)। তিনি রসায়ন পড়াতেন। 

পুলিশ জানায়, ১৬ বছর বয়সি এক শিক্ষার্থী তার রসায়ন শিক্ষক রাজেশ বড়ুয়া বেজাওয়াকে ( ৫৫) ছুরিকাঘাত করেন। 
 
শনিবার (৬ জুলাই) শিক্ষক রাজেশ ওই ছাত্রকে রসায়নে খারাপ পারফরম্যান্সের জন্য বকাঝকা করেছিলেন এবং তার বাবা-মাকে মিটিং এর জন্য স্কুলে আসতে বলেছিলেন। 
 
পরের দিন ওই শিক্ষার্থী ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসেন। শিক্ষক তাকে ক্লাস থেকে চলে যেতে বলেন। কিন্তু হঠাৎ করে ওই শিক্ষার্থী বেজাওয়ার ওপর ঝাপিয়ে পড়েন এবং ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করেন। বেজাওয়া রসায়ন পড়ানোর পাশাপাশি বেসরকারি স্কুলটির ব্যবস্থাপনার দায়িত্বও পালন করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসায় শিক্ষক তাকে স্বাভাবিকভাবেই বলেছিলেন ক্লাস থেকে বেরিয়ে যেতে। কিন্তু ওই শিক্ষার্থী কথা শুনছিলেন না। এতে শিক্ষক রাজেশ তার ওপর চিৎকার করেন। এ সময় শিক্ষার্থী একটি ছুরি বের করে এবং শিক্ষকের মাথায় ও শরীরে আঘাত করে।
  
তিনি বলেন, ‘আমরা জানতাম না সে ছুরি নিয়ে ক্লাসে এসেছে। আমাদের শিক্ষক মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার খুব রক্তক্ষরণ হচ্ছিল। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।’
 
পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত