শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
জাপানের রাষ্ট্রদূতের সাথে পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৭:৫৬ PM
পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম, আর সি ডি এস, পি এস সি (অব), এমপি এর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১০ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রীর সাথে ইওয়ামা কিমিনোরির এটি প্রথম সাক্ষাৎ, তিনি পরিকল্পনা মন্ত্রী কে তিনি অভিনন্দন জানান। 

সৌজন্য সাক্ষাতকালে পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম জাপানের সহায়তায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত চলমান ৪০ টি প্রকল্প নিয়ে আলোচনা করেন। 

এছাড়া ডেল্টা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধি, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প, স্ট্রেংদেনিং পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (এসপিআইএমএস) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে জাপানের সহযোগিতার বিষয়সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। 

পরিকল্পনা মন্ত্রী বলেন, জাপান বরাবরই আমাদেরর উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তাদের এই সহযোগিতা সমুন্নত রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। 

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান, জাপান তাদের কান্ট্রি এসিস্ট্যান্স প্লান রিভাইজ করছে। এক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা, বাংলাদেশের চাহিদা বিবেচনায় রেখে কাজ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পাশে থাকবে। এছাড়া বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত