মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
রানওয়ের কাছাকাছি এসেও ফিরে গেল ফ্লাইট!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৩:৩৭ PM
সৌদি আরবের জেদ্দা থেকে হাজিদের নিয়ে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে রানওয়ে থেকে ফিরে যায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন ওই বিমানে থাকা যাত্রীরা। 

সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) রাত ১টার দিকে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত ফ্লাইটটি বাতিল করা হয়। 

বিমানের ওই ফ্লাইটের একজন যাত্রী জানান, শুক্রবার রাত ১টার দিকে বিমানটি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্য যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী যাত্রীদের নিয়ে বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নেয়। কিন্তু পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটি রানওয়ে থেকে ফিরে যায় এবং যাত্রীদের অপেক্ষা করতে বলে কর্তৃপক্ষ। তিন ঘণ্টা ধরে সবাই বিমানের ভেতর বসে গরমে অতিষ্ঠ হওয়ার এক পর্যায়ে যাত্রীদের আবার এয়ারপোর্টে নেয়া হয়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, যাত্রী নিয়ে ফ্লাইটটি উড্ডয়নের সময় পাইলট যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়ে ফেরত আসে। প্রায় আড়াই ঘণ্টা পর পুনরায় পুশব্যাকের চেষ্টা করেন পাইলট। দ্বিতীয়বারও সমস্যা দেখা দিলে তিনি ফেরত এসে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে দেন।

তিনি আরও বলেন, যাত্রীদের পর্যাপ্ত খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে। ত্রুটি সারিয়ে ফ্লাইটটি শিগগিরই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বলে আশা করছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত