খুলনায় ৩৫ বছর পর ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি হাকিম মাতুব্বরকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার (১২ জুলাই) রাতে র্যাব-৬ গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আসামি খুলনায় অবস্থান করছে।
খুলনা জেলার রূপসা থানাধীন রূপসা ট্রাফিক মোড় এলাকায় আভিযান পরিচালনা করে হাকিম মাতুব্বরকে র্যাব আটক করে।
আসামি হাকিম মাতুব্বর পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালি গ্রামের মৃত মোবারক আলী মাতুব্বরের ছেলে।
পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন বালি গ্রামে ৩৫ বছর আগে আসামি হাকিমের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যাচেষ্টা অপরাধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৯ বছরের সাজা দেন।
র্যাব জানান, খুলনা হতে দীর্ঘ ৩৫ বছর ধরে পলাতক ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়।