মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
রুপচর্চার যেসব ঘরোয়া উপাদান ত্বকের জন্য ক্ষতিকর
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৩:৫০ PM আপডেট: ২৭.০৭.২০২৪ ৪:০৫ PM
সুন্দর ত্বকের জন্য নিয়মিত যত্ন নিতে হয়। ত্বকের লাবণ্য ধরে রাখতে কমবেশি রূপচর্চা করেন প্রায় সবাই। অনেকেই রূপচর্চা নানা প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন। তবে কেউ আছেন যারা ঘরের বিভিন্ন উপাদান সরাসরি মুখে প্রয়োগ করে থাকেন।

কিছু প্রাকৃতিক উপাদান ত্বকের জন্য খুবই ভালো। তবে এমন কিছু উপকরণ আছে সেগুলো সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত না। ত্বকের নানা সমস্যা এড়িয়ে যেতে এসব উপকরণ সম্পর্কে জেনে রাখা জরুরি। মার্কিন স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনে এমন কিছু উপাদানের উল্লেখ করা হয়েছে। নিরাপদভাবে রূপচর্চার জন্য যে উপকরণ গুলো এড়িয়ে যাবেন:  


বেকিং সোডা: রূপচর্চায় এক্সফোলিয়েটর হিসেবে বেকিং সোডার ব্যবহার খুব জনপ্রিয়। তবে বিশেষজ্ঞদের মতে, বেকিং সোডা ত্বকের অ্যাসিড মেন্টল ভেঙে ফেলতে সক্ষম।অ্যাসিড মেন্টল ভেঙে গেলে ত্বকের নিজস্ব আর্দ্রতা রক্ষাকারী সিস্টেম নষ্ট হয়ে যায় এবং ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। নিয়মিত বেকিং সোডার ব্যবহার ত্বককে খুব পাতলা করে দেয়। ত্বককে এটি অতিরিক্ত স্পর্শকাতর করে তোলে। ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি সহজেই ত্বকে প্রভাব ফেলতে পারে।

লেবু: ত্বকের পরিষ্কারক হিসেবে লেবু কাজ করতে পারে এর অম্লীয় গুণের কারণে। বহুকাল আগে থেকে রূপচর্চায় বিভিন্ন উপাদানের সঙ্গে লেবুর রস ব্যবহারের প্রচলন রয়েছে। তবে লেবুর রস কখনোই সরাসরি ত্বকে প্রয়োগ করা উচিত নয়। লেবুর রস প্রচণ্ড অ্যাসিডিক হয়ে থাকে, যা সরাসরি প্রয়োগে ত্বকে ফুসকুড়ি, জ্বালাভাব এমনকি ফোসকাও তৈরি করতে পারে। ঘন ঘন লেবুর রসের ব্যবহার ত্বকের কোমলভাব নষ্ট করে।

টুথপেস্ট: অনেকেই ব্রণ থেকে মুক্তি পেতে ত্বকে সরাসরি টুথপেস্ট প্রয়োগ করে থাকেন। তবে ব্রণ থেকে মুক্তি পেতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। টুথপেস্টে থাকে অ্যালকোহল, হাইড্রোজেন পার–অক্সাইডের মতো উপাদান, যা ত্বককে অত্যধিক মাত্রায় শুষ্ক ও রুক্ষ করে তোলে। এ ছাড়া টুথপেস্ট ত্বকের পিএইচ মাত্রা ব্যাহত করে এবং ত্বকে জ্বালাপোড়া ও র‍্যাশের সৃষ্টি করে। টুথপেস্টে সোডিয়াম লরিল সালফেট নামক রাসায়নিক পদার্থ থাকে। এই রাসায়নিক উপাদান দীর্ঘদিন ব্যবহারে ত্বকের ওপর কালো ছোপ তৈরি করে। এই দাগ-ছোপ সহজে দূর করা যায় না।

চিনি: রূপচর্চায় অনেকেই চিনি ব্যবহার করেন। বিশেষ করে স্ক্রাবার হিসেবে ত্বকে চিনির ব্যবহার করেন অনেকেই। চিনির স্ক্রাব ত্বকের মৃতকোষ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তবে চিনির ছোট ছোট কণায় থাকে ধারালোভাব, যা ত্বকে ঘর্ষণের ফলে ক্ষতি হতে পারে। তাই ত্বকে সরাসরি চিনি ব্যবহার না করাই উত্তম। তবে অন্যান্য উপকরণের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।  

রসুন: অনেকে ত্বকের যত্ন নিতে রসুন ব্যবহার করেন। রসুন খুব উপকারী তবে সরাসরি ত্বকে রসুন দেয়া যাবে না। ত্বকে সরাসরি কাঁচা রসুন দিলে অ্যালার্জি, একজিমা, ত্বকের প্রদাহ এবং ফোস্কা হতে পারে। তাই রূপচর্যায় রসুন ব্যবহারের আগে ত্বকের ধরণ বুঝতে হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত