বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
স্বরূপকাঠির নৌকা যাবে জার্মানী
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৩:৫৯ PM আপডেট: ২৭.০৭.২০২৪ ৪:০৮ PM
নৌকার জন্য বিখ্যাত পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর, সেই আটঘরে তৈরি করা কাঠের নৌকা যাবে জার্মানি।

বিশ্ববাজারে বাংলাদেশের নাম আরো একধাপ এগিয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে এবছর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নৌকাগুলো হস্তান্তর করা হবে জানা যায়। 

পরীক্ষা মুলক ভাবে প্রথম চালানে ১০টি নৌকা পাঠানো হবে জার্মানিতে। বাংলাদেশে বেড়াতে আশা জার্মানীর একজন নাগরিক নৌকা দেখে মুগ্ধ হন এবং তিনি নৌকার আদলে বাসার আসবাবপত্রের জন্য (সোফা) হিসাবে এই নৌকা গুলো নিবেন বলে জানা গেছে।

নেছারাবাদ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, সোহাগদল ইউনিয়নের বাসিন্দা আজিজুলহক নৌকা তৈরির অর্ডার পেয়েছে আজিজুল হক সে আটঘর বাজার এলাকায় দীর্ঘ দিন ধরে নৌকা তৈরি করে আসছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি কাঠের নৌকা তৈরিও করেছেন বাকিগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে।

ট্যুয়াসের সহ সভাপতি রাকিব হোসেন আরও বলেন, দুই মাস আগে জার্মানি একজন পর্যটক এসেছিলেন আমাদের এলাকা ঘুরে দেখতে তিনি আটঘরের কাঠের নৌকা দেখে পছন্দ করেন এবং আজিজুল হকের কাছ থেকে নৌকা তৈরি করে জার্মানিতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।তবে তার নাম প্রকাশ করতে চাচ্ছেন না।

নৌকার মিস্ত্রি আজিজুল হক বলেন, আমি ৩০ বছর ধরে ডিঙ্গি ও টালাই নৌকা তৈরি করে আসছি কয়েকদিন আগে জার্মানির এক লোক এসে ১০টি নৌকার অর্ডার দিয়েছেন এটাই আমার প্রথম বিদেশে অর্ডার এর আগে আমাদের এলাকায় নৌকা তৈরির বিদেশ থেকে অর্ডার কেউ পায়নি।

প্রতিটি নৌকা তৈরিতে দশ হাজার টাকা চুক্তি হয়েছে জার্মান নাগরিক অগ্রিম টাকাও দিয়ে গেছেন মেহগনি গাছ দিয়ে তার দেখানো ডিজাইন অনুসারে নৌকা তৈরি করা হচ্ছে জার্মান নাগরিক যা বুঝিয়েছেন এই নৌকা নিয়ে সেখানকার মার্কেটে দেখাবে।

বাজারে চললে আরও নৌকা তৈরি করে নেবেন, তবে নৌকাগুলো জার্মানির কোনো নদী বা খালে চলবে না এসব দিয়ে বসার জন্য শৌখিন আসন বানানো হবে। আজিজুল হক আরও বলেন, প্রথম দফায়১০টি নৌকা যাবে জার্মানিতে এরপর আরও ২০টি নৌকা বানাতে হবে ভিন্ন ডিজাইন করে।

ঐ জার্মান নাগরিকের পক্ষে নৌকা তৈরির কাজ তদারকি করা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন কাজ প্রাথমিক পর্যায়ে। এ জন্য আমরা বিস্তারিত জানাতে চাচ্ছি না তবে সবগুলো নৌকা পুরোপুরি তৈরির পর বিস্তারিত জানানো হবে।

আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদার বলেন,আটঘর কুড়িয়ানার শতবর্ষী নৌকার হাট। এটা স্বরূপকাঠির ঐতিহ্যের সাথে মিশে গেছে। এই নৌকা জার্মানীতে যাবে এটা খুসির খবর। এই নৌকা বাংলাদেশের জন্য বিশ্ব বাজারে মার্কেট তৈরি করবে। ব্যাবসায়ীরা লাভবান হবে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন,বিভিন্ন কারণে স্বরূপকাঠি উপজেলা সারাদেশেই সমাদৃিত বিশেষ করে আটঘরের নৌকার হাট খুব বিখ্যাত সেখান থেকে জার্মানিতে নৌকা যাচ্ছে সংবাদটি অত্যন্ত আনন্দের এতে করে বাংলাদেশের পণ্যের বিশ্ববাজার যেমন তৈরি হবে, তেমনি অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার খুলবে। ইউএনও আরও বলেন, আমি ওই কারিগরের সঙ্গে কথা বলব। তার যে কোনো সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত