বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ২:৩৯ PM
"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই শ্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় মৎস সপ্তাহ-২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত এই মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। 

মঙ্গলবার (৩০ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

২য় দিন উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালী সফল মৎস্য চাষি কে পুরষ্কার বিতরন, ৩য় দিন উপজেলার মৎস্যজীবি ও চাষীদের সাথে মতবিনিময়, ৪র্থ দিন পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, ৫ম দিন মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগীতা, ৬ষ্ঠ দিন মৎস্য খাদ্য বিতরণ ও শেষ দিনে সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। 

২০২২-২৩ অর্থবছরে মাটিরাঙ্গায় মোট মৎস্য উৎপাদন ৯২৪.১ মেট্রিকটন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 

একই সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন তিনি। 

অনুষ্ঠানে, গণমাধ্যমকর্মী, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিসহ অনেকে উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত