পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বালংলাদেশ” শ্লোগানে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন, মেরিন ফিশারিজ অফিসার নাসরিন বানু, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ভান্ডারিয়া ক্লাস্টার অফিসার আঃ আজিজ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী মোঃ মনিরুজ্জামান, জাতীয় মৎস্যজীবী সমিতির ভান্ডারিয়া উপজেলা আহবায়ক কামাল হোসেন তালুকদার প্রমূখ।
সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় মৎস্য সপ্তাহের র্যালী, উদ্বোধনী আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ ও মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্য জীবীদের সাথে মতবিনিময়, মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান, পুকুর/জলাশয়ের পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ ও সফল মৎস্য চাষিকে পুরস্কার প্রদান। সোমবার জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।