শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৭:৪৮ PM
“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও জলাশয়ে মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

বুধবার (৩১জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়।পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি।স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মামুনুর রশিদ। 

এসময় ভাইস চেয়াররম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যন জান্নাতুল বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হকসহ বীর মুক্তিযোদ্ধা, মৎস্যচাষীগণ উপস্তিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত