মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
জুলাইতে খুলনায় ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৭:৪৫ PM
জুলাই মাসে খুলনা জেলায় ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর কোন ঘটনা ঘটেনি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১০৮ জন আক্রান্ত হয়েছেন।

খুলনা সিটি কর্পোরেশন পর্যায়ের ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির সভা থেকে এ তথ্য পাওয়া গেছে।

সভায় ডেঙ্গু প্রতিরোধের ওপর জোর দিতে সভায় আলোচনা হয়। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতা বাড়ানো, মশা মারার ওষুধ ছিটানো অব্যাহত রাখা অন্যতম। এছাড়া সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তদের প্রতিবেদন সিটি কর্পোরেশনে পাঠানোর সিদ্ধান্ত হয়।

খুলনা সিটি কর্পোরেশনের সচিব সানজিদা বেগম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সিভিল সার্জন ডাঃ শেখ শফিকুল ইসলামসহ কাউন্সিলর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং খুলনা মেডিকেল কলেজ, বেসরকারি হাসপাতাল, শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ অন্যান্যরা অংশ নেন। 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেন। সিটি মেয়র বলেন, বর্ষা মৌসুমে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি করা প্রয়োজন। এসময় তিনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কাজে দায়িত্বশীল হওয়া নির্দেশ দেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখারও নির্দেশনা দেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত