ফুল-বেলুন দিয়ে সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হয় অবসরে যাওয়া পুলিশের কনস্টেবল মোঃ মামুন পাটোয়ারীকে।
আজ বৃহস্পতিবার প্রায় দীর্ঘ ৩৮ বছর তিনি বাংলাদেশ পুলিশের চাকুরী শেষ করে রাজবাড়ী থেকে (পিআরএল) অবসরে গেলেন।
কনস্টেবল মোঃ মামুন পাটোয়ারীর বিদায় ছিলো ছিলো ভিন্ন রকম। ফুল-বেলুন দিয়ে সুসজ্জিত পুলিশের গাড়িতে করে তাকে পৌছে দেওয়া হয় গ্রামের বাড়ীতে। বিদায়ের সময় পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় ক্রেস্ট সহ সম্মাননা উপহার সামগ্রী।
রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম বলেন, মামুন পাটোয়ারীদের মতো ছোট ছোট অবদানে বাংলাদেশ পুলিশ আজ এই অবস্থানে পৌছেছে। তার অবদানকে বাংলাদেশ পুলিশ কৃতজ্ঞচিত্তে স্বরণ করবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।