শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
উপাচার্যের পদত্যাগ না করা অবধি আমরণ অনশন ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:২২ PM আপডেট: ১২.০৮.২০২৪ ৬:৪০ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখরের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

১২ আগস্ট (সোমবার ) সকাল ১১ টায় তিন দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবন এবং ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে।

"ভিসির গদিতে, আগুন জ্বালাও একসাথে"," অ্যাকশন অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন "স্লোগানে স্লোগানে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন শিক্ষকরাও। 

আন্দোলনে উপস্থিত ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক প্রফেসর ড.ইমদাদুল হুদা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা তোমাদের পাশে ছিলাম এবং এ আন্দোলনের প্রথম দফায় আমরা জয় লাভ করেছি।এ আন্দোলনে জয় লাভ না করলে আমরা যারা এখানে কথা বলছি তা বলতে পারতাম না।আমাদের চাকরি চলে যেতো, নয়তো জেলে থাকতে হতো।আমরা ঝুঁকি নিয়ে তোমাদের পাশে থেকেছি। আমাদের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এ ক্যাম্পাসকে বৈষম্যমুক্ত করতে হবে। তোমরা সবাই জানো উপাচার্য কিভাবে আন্দোলনে বাধা দিয়েছে। উপাচার্য সকল বিভাগীয় প্রধানদের নিয়ে মিটিং করেছে এবং নির্দেশ দিয়েছে কোনো শিক্ষক যাতে শিক্ষার্থীদের পাশে দাড়াতে না পারে এবং এমন কোনো পোস্ট যাতে না দেয় যাতে শিক্ষার্থীরা আন্দোলনে উৎসাহিত হতে পারে।

এ সময়  উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবিগুলো অবশ্যই পূরণ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন করবো।

এর পূর্বে গত ১১ আগস্ট বেলা তিন টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের পাশে বৈষম্যমুক্ত ক্যাম্পাস গঠনে সাধারণ শিক্ষার্থীরা সর্বসম্মতিক্রমে ৩ দফা দাবি নিয়ে জোড় হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো ছিল
১. ৭ আগস্টের নিয়োগ সংক্রান্ত প্রহসনমূলক অফিস আদেশ বাতিল করে ভিসির পদত্যাগ করতে হবে। নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে আলাচনা করতে হবে।

২. জরুরি সিন্ডিকেট ডেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে দলীয় রাজনীতির অপচেষ্টা করলে শাস্তির বিধান করতে হবে।

৩. ট্রেজারার, রেজিস্ট্রার, পরিবহন প্রশাসক, ডিপিডি হাফিজ ও পিডি জুবায়ের এর পদত্যাগ করতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত