শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ঢাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ মার্কিন দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৬:০৩ PM আপডেট: ১৩.০৮.২০২৪ ৬:১৩ PM
ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের রুটিন কনস্যুলার পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।


পোস্টে আরও বলা হয়, আপনার যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে অনুগ্রহ করে কনস্যুলার বিভাগের নিয়মিত সব পরিষেবা পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন।

একই সঙ্গে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তাদের ওয়েব ঠিকানায় আবেদন করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। এছাড়া সেবাপ্রত্যাশীদের কোনও বিষয়ে প্রশ্ন থাকলে দূতাবাসের ই-মেইল ঠিকানায় মেইল করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে, সোমবার নিজেদের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সাথে চলাফেরা করার নির্দেশ দেয়।

কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতি ওই সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত