শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
লালবাগ থানায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১১:৩১ AM
দিনভর নাটকীয়তার পর অবশেষে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার আবেদন গ্রহণ করেছে ঢাকার লালবাগ থানা। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) মামলা দায়ের হতে পারে বলে জানা গেছে।

গত ১৮ জুলাই কোটা আন্দোলনে গিয়ে রাজধানীর আজিমপুরে পুলিশের গুলিতে মারা যান কলেজ শিক্ষার্থী সাইফুল্লাহ। ঘটনার এক মাস পর সাইফুল্লাহর বাবা লালবাগ থানায় মামলা করতে যান। কিন্তু সেখানে যাওয়ার পর শুরু হয় নানা নাটকীয়তা। অভিযোগ ওঠে মামলা না নেওয়ার।

গতকাল শনিবার রাতে সাইফুল্লাহর বাবা কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘রাত প্রায় সাড়ে ১২টা বাজে। কিন্তু এখনো মামলা নেওয়া হয়নি। বিভিন্নভাবে কালক্ষেপণ করা হচ্ছে। একটা মামলা নিয়ে এত হয়রানি হতে হয়, সেটা আমি কখনো জানতাম না।’

জানা গেছে, সাইফুল্লাহ হত্যা মামলার আবেদন নিতে দেরি করায় থানা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এর ১২ ঘণ্টারও বেশি সময় পর আবেদন গ্রহণ করে পুলিশ।

আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, এই মামলার এজাহার কপিসহ মোট ১২ পাতা গ্রহণ করেছেন ডিউটি অফিসার। তিনি আশ্বাস দিয়েছেন, রোববার মামলাটি এজাহারভুক্ত হবে।

আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর শরীরে ৭১টি গুলি লাগে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত